১৯৪৮ সালের ১২ই ফেব্রূয়ারী আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নের জন্য, আর্থসমাজিক অবস্থার উন্নতি এবং জাতীয় জরুরী অবস্থার সময় বেসামরিক রক্ষীসেনা হিসেবে কার্য সম্পাদনের জন্য আনসার বাহীনি গঠন করা হয়। মি: জেসম বুচানন নামক একজন ব্রিটিশ আনসার বাহিনির প্রথম ডাইরেক্টর ছিলেন। আনসার বাহিনী আইন-১৯৯৫ দ্বারা আনসার বাহীনি পরিচালিত হয়। ভাষা শহীদ আব্দুল জব্বার একজন আনসার বাহীনির সদস্য ছিলেন। বাংলাদেশের প্রতিটি উপজেলা একটি আনসার ভিডিপি অফিস রয়েছে।