Wellcome to National Portal
Main Comtent Skiped

যোগাযোগ

যোগাযোগ (ক)ট্রেন যোগে : বাংলাদেশের উত্তর বঙ্গের রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও সিরাজগঞ্জ হতে পোড়াদহ আসতে হবে এবং খুলনা ও যশোর থেকে পোড়াদহ এসে গোয়ালন্দগামী ট্রেন কালুখালী নামতে হবে এর পর পায়ে হেটে অথবা রিকসায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আসতে হবে। (খ) বাস যোগে : চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ হতে ঢাকা এসে গাবতলী থেকে রাজবাড়ী আসা যাবে এবং বরিশাল পিরোজপুর, পটুয়াখালী এবং বৃহত্তর ফরিদপুর সব জেলা হতে রাজবাড়ী এসে কুষ্টিয়াগামী বাসে কালুখালী আসা যাবে। ইহা ছাড়া খুলনা, যশোর চুয়াডাঙ্গা হতে কুষ্টিয়া আসা যাবে এবং রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, পাবনা হতে কুষ্টিয়া এসে রাজবাড়ী গামী বাসে কালুখালী বাসষ্টান্ডে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আসতে হবে।